Posts

Showing posts from March, 2012

অন্যরকম

এক রং বেরং এর ঝড় আমার দক্ষিন খোলা হওয়া তোমার লম্বা চুল খুলে আমার সীমাহীন দিশেহারা কখুন ও বুকের ওপর কাপড় কখুন ও পায়ের পায়েল রুপোর আমার সন্ধে বেলার গানে কখুন ও তোমার খোলা ওপর দুপুর হটাত মেঘের ডাকে জেগে আমার ঘুমিয়ে ওঠা মুখ তোমার দু চোখ ভরা প্রেম আমার অন্তরীক্ষে সুখ..!!!