Posts

Showing posts from October, 2012

এটাই তুমি

ফিরে এসে এত দুরে, মন ভেঙ্গে চেনা সুরে, লুকায় কোনে চোখের জল.. ভিজে বালিশ, গায়ের চাদর, নেলপালিশ লিপস্টিক আদর, শান্ত হল, ভিড়ে কোলাহল, ব্যস্ত হাতে হাতটা ধরে, রাস্তা দৌড়ে ট্যাক্সির সিট এ, সুখ তোমার কোল সম্বল, হয়ত আসত বৃষ্টি, মেঘ জমে ছিল, তখুনই মাদকতা এসে ধরা দিল, চুমুকে চুমুতে সব হলো বদল.. শরীর খাজে, শরীরের মাঝে অবাদ আনা গোনা, তোমার আমার আজ শেষ প্রথম জানাশোনা, বোধয় আজ ভাঙ্গন ধরবে ভালবাসার অঞ্চল.. ছিলাম থাকব সাথে সময় যাক বয়ে, হাথ ধরে পাশে বা দেয়ালেতে ছবি হয়ে, দেখব না শুধু ওই দিনটাতে যেদিন ভিজবে শাড়ির আঁচল.....|