ছোট্টোবেলা

কুয়াশা ভরা দূর আকাশে
    নীলচে মেঘের সারি
দু চোখ বুজে সারস পাখি
    একলা ফেরে বাড়ি।
রাজকন্যার স্বপ্ন দেখে
    ঘুমের ঘোরে, ঘুমে।
স্বপ্নে ভাবে রাজকুমার
    পরি আসবে নেমে।
হলুদ সবুজ রঙ্গিন পাখি
    কাকের রঙ কালো,
তবু কে জানে জানালায় বসে
    তাকেই লাগে ভালো।
রাগ হয়, কান্না পায়, যখন
    দুষ্টু বলে কেউ,
বুকের মাঝে অজানা এক
    অভিমানের ঢেউ।
হিরের টুকরো , ছোট্ট সোনা
    যখন কেউ নেয় টেনে কোলে,
ভাসিয়ে দিতে চায় নিজেকে
    ডানা দুটো মেলে ।
মনের মাঝে আমারও থাকে
    অজানা একটা ভয়,
এর পর থেকে আমারও আসবে
    বড় হবার সময়।।

Comments

  1. sotti choto bela ta khub swwttt....r pire asbe na.....2mar haat dhore aj abar phire gelam sundor sriti gulote!!!!thanks dear...

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

এটাই তুমি

tomar amar prem