নতুন শতাব্দী

ঘৃনায় ভরা বদ্ধ দ্বারে
যখন করাঘাত করে যায় ভালবাসা
মুখ ফিরিয়ে নেয় দেখে সেই শান্ত চোখকে
যখন পরে নেয় লজ্জার কালো চশমা ।।
বুক ভরা ভালবাসা যখন ধুলায় ঢেকে যায়
তখন সেই তপ্ত বালুকারাশির মধ্যে থেকে
    ধনিত হয় ঘৃনা মিস্রিত হাহাকার
গলা মিলিয়ে বেসুরো সুরে যখন
চলে যাও পাশ থেকে দূরে।।
যখন দিগন্তের নিল রঙ ধেকে যায়
    অপরাধ বোধের কালো কুয়াশায়
তখন থেকে জন্ম হয় এক নতুন শতাব্দীর
যাতে নেই কারো প্রেমের অঙ্গিকার
নেই ভালবাসা খুজে পাওয়ার আনন্দ
নেই আপনজনকে বুকে জড়িয়ে খুশির জল ফেলা ।।

এই কালো নিস্তব্দ শতাব্দীতে আছে শুধু
    স্বপ্ন ভাঙ্গার দুঃস্বপ্ন ।।
আছে প্রিয় জনের থেকে আলাদা হবার বেদনা
আছে তোমার চলে যাবার যন্ত্রনা
আছে নিষ্ঠুর ভাবে প্রেমের লাঞ্ছনা
    ভালবাসার আন্মহত্যা
আর সত্যিকারের প্রেমিকদের
    আমরণ ঘৃনার কারাগারে
অবরুদ্ধ থাকার যন্ত্রনা ।।

সত্যি কি তাই নাকি এ সবই কল্পনা আমার
এসব আমার ব্যথিত হৃদয়ের করুণ আর্তি ।।


ভেঙ্গে ফেলে মন যায় আপনজন
শান্তনা দেয় হেরে যাওয়া ভালবাসা ।।
যখন দিয়েছিলে দূরে সরিয়ে একবার উচিত ছিল …… পিছন ফিরে দেখা ।।
একবার উচিত ছিল ডেকে নেওয়া নিজের কাছে
একবার বলা উচিত ছিল --- তোমার জন্য এখনও ভালবাসা রাখা আছে ।। 

Comments

  1. ei natun satabdi to 2mar aghat prapto moner kalpona!!!!erokm kakhono asbe na....

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

এটাই তুমি

tomar amar prem

ছোট্টোবেলা