Posts

Showing posts from February, 2011

ভিখারি

আমি শুয়ে ছিলাম ফুটপাথে,         তুমি হেঁটে গেলে জুতো পায়। আড় চোখে আমার ঝুপড়ি ঘর          ব্যাস্ততায়  রাস্তা পার দায়। থমকালে, পুলিশের তোলা হাত,         ফুটপাথে ধার ধরে তুমি। আধ বসা আধ শোয়া হয়ে,         দেখা দিতে চাই আমি। পিছন ফিরে দাড়িয়ে তুমি আছো,         লম্বা চুলে কোমর ছুয়ে যায়। হাতব্যাগটা আঁকড়ে আঙ্গুল ফাঁকে,         হিল তোলা জুতো জড়িয়ে আছে পায়। হটাৎ তুমি তাকাও আমার দিকে,         ঘৃণ্য দৃষ্টি তোমার চোখে মুখে। আমার শুধু আকণ্ঠ রক্তজলে,         আমিও তাকাই আজানা এক সুখে। রাস্তার পাশে হটাৎ গাড়ির হর্ন,         তুমি দৌড়ে রাস্তার ওইপারে। বাস স্ট্যান্ড এ লকের ভিড় মাঝে,         তুমি আবার দাড়াও সেই ধারে। দেখি তোমার হাতব্যাগ খানা,         নর্দমার পাশেই আছে পড়ে। দাড়িয়ে উঠি, তুলে  নিই নরম হাতের ছোঁয়া,         রাস্তার ভিড় বাড়ছে আবার করে। পার  হই সেই জনবহুল রাস্তা,         বাসস্ট্যান্ড এ বাকি কয়েক জন । দেখি তোমার চুলের ফাঁকে রোদ,         আনমনা হয় স্মৃতি মাখা মন। এগিয়ে তোমার সামনে এসে বলি,         Madam , তোমার ব্য

পলাতক

আমি আজ পালিয়ে গেলাম,         তবে শুধু তোমার থেকে নয়। জীবনের থেকেও।। আমি আজ মৃত ঘোষিত ।। সমাজের কাছে, আমার পরিবারের কাছে, আত্মিয়, পরিজন বন্ধু, এমনকি শত্রুরাও মানতে বাধ্য হয়েছে ।। আমি আজ পূজিত হয়েছি সাদা ফুলে, ধূপ, ধুনোয়, আর চড়া গন্ধের আতরে । শুয়ে আছি আমি চুপ করে, সাদা চাদরের নিচে তবু তুমি আমায়, আমি তোমায় দেখে নিচ্ছি ।। আমি তো আজ ভাবলেশহীন, নিথর, নিস্তব্দ, আজ আমার হৃদয় জমাট বাঁধা একটা মাংসপিণ্ড। তোমাকে দেখছি, কাঁদছ তুমি, এক পাশে, এক কোণে, এক মনে। ভাবছ কি ভাবে কি হyeteteteয়ে গেল, “নিয়তির কি নির্মম পরিহাস”।। আমার ঠাণ্ডা, রক্তশূন্য হাত দুটো আজ তোমার চোখের জল মোছাবে না, তবু তোমার হৃদয়ের মাঝে আমার লুকনো জায়গাটাতে আমি, ছিলাম , আছি থাকবো । আমি অমর, ভালবাসায়, কাছে আসায়, হয়ত আমি ফিরবো তোমায় দেখা দিতে, হয়তবা তোমায় দেখে যেতে ।।

ক্ষনিকের খামোখা খেয়াল

ক্ষনিকের খামোখা খেয়াল , ভাঙ্গা কাচ পুরোনো দেয়াল ।। মাথার ওপরে ছেঁড়া ছাদখানা, ঘরের কোনায় পাখা দড়িটানা ।। খাটের নিচে জমাট অন্ধকারে, পোকা মাকড় ডুকরে ডুকরে মরে ।। ছিঁড়ে গেছে পুরনো পাপোষ , তবু তাতে নেই আপসোস ।। ভয় শুধু সেই লুকনো ছবিটা নিয়ে, চলে গেছিলে যেটা আগুনে পুড়িয়ে দিয়ে ।।

train....ট্রেন

মাঠ নদি জঙ্গল ধানক্ষেত কখনও বাড়ি দূরে কোনও শহর মাঝে লেভেল crossing ক্খনও নিচে বাস গাড়ি যাবার রাস্তা কখন আমি উঁচুতে উঠি কখনও নিচের দিকে নদি পেরোতে bridge এর উপরে নদি পেরতেই মাটি আমি চলন্ত ট্রেন এর জানালায় বসে।। আমি চলন্ত ট্রেন এর দরজায় ঠাণ্ডা AC কিন্তু গরম লাগে আমার, একটা দুটো বোতাম খোলা আমার ভেজা জামার।। কত কি লোকে আলোচনা করে, কত লোকে শুধু শোনে   আমি বোধয় একাই এমন যে সময় শুধু গোনে ।। কেউ কেউ করে সময় নষ্ট কেউ সময় কাটায় শুনতে পাই কেউ আবার ভুল ধারণা হাটায় ।। আলচনা হয় রাজনিতি নিয়ে ক্রিকেট আর ফুটবল আলচনা হয় কার বাড়িতে কতজন দুর্বল । বিয়ের জন্য তৈরি কজন কজন বানাবে career, আলচনা হয় কি rate এ বাড়ছে ট্রেন / planeএর fare।। আমি শুধু ভাবি কখন হবে যাত্রার সমাপ্তি আমি শুধু ভাবি কবে হবে আমার শেষ প্রাপ্তি ।।