ক্ষনিকের খামোখা খেয়াল

ক্ষনিকের খামোখা খেয়াল ,
ভাঙ্গা কাচ পুরোনো দেয়াল ।।
মাথার ওপরে ছেঁড়া ছাদখানা,
ঘরের কোনায় পাখা দড়িটানা ।।
খাটের নিচে জমাট অন্ধকারে,
পোকা মাকড় ডুকরে ডুকরে মরে ।।
ছিঁড়ে গেছে পুরনো পাপোষ ,
তবু তাতে নেই আপসোস ।।
ভয় শুধু সেই লুকনো ছবিটা নিয়ে,
চলে গেছিলে যেটা আগুনে পুড়িয়ে দিয়ে ।।

Comments

Popular posts from this blog

এটাই তুমি

tomar amar prem

ছোট্টোবেলা