Posts

Showing posts from 2011

ভিখারি

আমি শুয়ে ছিলাম ফুটপাথে,         তুমি হেঁটে গেলে জুতো পায়। আড় চোখে আমার ঝুপড়ি ঘর          ব্যাস্ততায়  রাস্তা পার দায়। থমকালে, পুলিশের তোলা হাত,         ফুটপাথে ধার ধরে তুমি। আধ বসা আধ শোয়া হয়ে,         দেখা দিতে চাই আমি। পিছন ফিরে দাড়িয়ে তুমি আছো,         লম্বা চুলে কোমর ছুয়ে যায়। হাতব্যাগটা আঁকড়ে আঙ্গুল ফাঁকে,         হিল তোলা জুতো জড়িয়ে আছে পায়। হটাৎ তুমি তাকাও আমার দিকে,         ঘৃণ্য দৃষ্টি তোমার চোখে মুখে। আমার শুধু আকণ্ঠ রক্তজলে,         আমিও তাকাই আজানা এক সুখে। রাস্তার পাশে হটাৎ গাড়ির হর্ন,         তুমি দৌড়ে রাস্তার ওইপারে। বাস স্ট্যান্ড এ লকের ভিড় মাঝে,         তুমি আবার দাড়াও সেই ধারে। দেখি তোমার হাতব্যাগ খানা,         নর্দমার পাশেই আছে পড়ে। দাড়িয়ে উঠি, তুলে  নিই নরম হাতের ছোঁয়া,         রাস্তার ভিড় বাড়ছে আবার করে। পার  হই সেই জনবহুল রাস্তা,         বাসস্ট্যান্ড এ বাকি কয়েক জন । দেখি তোমার চুলের ফাঁকে রোদ,         আনমনা হয় স্মৃতি মাখা মন। এগিয়ে তোমার সামনে এসে বলি,         Madam , তোমার ব্য

পলাতক

আমি আজ পালিয়ে গেলাম,         তবে শুধু তোমার থেকে নয়। জীবনের থেকেও।। আমি আজ মৃত ঘোষিত ।। সমাজের কাছে, আমার পরিবারের কাছে, আত্মিয়, পরিজন বন্ধু, এমনকি শত্রুরাও মানতে বাধ্য হয়েছে ।। আমি আজ পূজিত হয়েছি সাদা ফুলে, ধূপ, ধুনোয়, আর চড়া গন্ধের আতরে । শুয়ে আছি আমি চুপ করে, সাদা চাদরের নিচে তবু তুমি আমায়, আমি তোমায় দেখে নিচ্ছি ।। আমি তো আজ ভাবলেশহীন, নিথর, নিস্তব্দ, আজ আমার হৃদয় জমাট বাঁধা একটা মাংসপিণ্ড। তোমাকে দেখছি, কাঁদছ তুমি, এক পাশে, এক কোণে, এক মনে। ভাবছ কি ভাবে কি হyeteteteয়ে গেল, “নিয়তির কি নির্মম পরিহাস”।। আমার ঠাণ্ডা, রক্তশূন্য হাত দুটো আজ তোমার চোখের জল মোছাবে না, তবু তোমার হৃদয়ের মাঝে আমার লুকনো জায়গাটাতে আমি, ছিলাম , আছি থাকবো । আমি অমর, ভালবাসায়, কাছে আসায়, হয়ত আমি ফিরবো তোমায় দেখা দিতে, হয়তবা তোমায় দেখে যেতে ।।

ক্ষনিকের খামোখা খেয়াল

ক্ষনিকের খামোখা খেয়াল , ভাঙ্গা কাচ পুরোনো দেয়াল ।। মাথার ওপরে ছেঁড়া ছাদখানা, ঘরের কোনায় পাখা দড়িটানা ।। খাটের নিচে জমাট অন্ধকারে, পোকা মাকড় ডুকরে ডুকরে মরে ।। ছিঁড়ে গেছে পুরনো পাপোষ , তবু তাতে নেই আপসোস ।। ভয় শুধু সেই লুকনো ছবিটা নিয়ে, চলে গেছিলে যেটা আগুনে পুড়িয়ে দিয়ে ।।

train....ট্রেন

মাঠ নদি জঙ্গল ধানক্ষেত কখনও বাড়ি দূরে কোনও শহর মাঝে লেভেল crossing ক্খনও নিচে বাস গাড়ি যাবার রাস্তা কখন আমি উঁচুতে উঠি কখনও নিচের দিকে নদি পেরোতে bridge এর উপরে নদি পেরতেই মাটি আমি চলন্ত ট্রেন এর জানালায় বসে।। আমি চলন্ত ট্রেন এর দরজায় ঠাণ্ডা AC কিন্তু গরম লাগে আমার, একটা দুটো বোতাম খোলা আমার ভেজা জামার।। কত কি লোকে আলোচনা করে, কত লোকে শুধু শোনে   আমি বোধয় একাই এমন যে সময় শুধু গোনে ।। কেউ কেউ করে সময় নষ্ট কেউ সময় কাটায় শুনতে পাই কেউ আবার ভুল ধারণা হাটায় ।। আলচনা হয় রাজনিতি নিয়ে ক্রিকেট আর ফুটবল আলচনা হয় কার বাড়িতে কতজন দুর্বল । বিয়ের জন্য তৈরি কজন কজন বানাবে career, আলচনা হয় কি rate এ বাড়ছে ট্রেন / planeএর fare।। আমি শুধু ভাবি কখন হবে যাত্রার সমাপ্তি আমি শুধু ভাবি কবে হবে আমার শেষ প্রাপ্তি ।।

ছোট্টোবেলা

কুয়াশা ভরা দূর আকাশে     নীলচে মেঘের সারি দু চোখ বুজে সারস পাখি     একলা ফেরে বাড়ি। রাজকন্যার স্বপ্ন দেখে     ঘুমের ঘোরে, ঘুমে। স্বপ্নে ভাবে রাজকুমার     পরি আসবে নেমে। হলুদ সবুজ রঙ্গিন পাখি     কাকের রঙ কালো, তবু কে জানে জানালায় বসে     তাকেই লাগে ভালো। রাগ হয়, কান্না পায়, যখন     দুষ্টু বলে কেউ, বুকের মাঝে অজানা এক     অভিমানের ঢেউ। হিরের টুকরো , ছোট্ট সোনা     যখন কেউ নেয় টেনে কোলে, ভাসিয়ে দিতে চায় নিজেকে     ডানা দুটো মেলে । মনের মাঝে আমারও থাকে     অজানা একটা ভয়, এর পর থেকে আমারও আসবে     বড় হবার সময়।।

সেই মেয়েটার গল্প

আমার শরীরে তোর জীবন         ছোট্ট এতটুক তবু আমার চাহিদা বাড়ে         থাকে রাতটুকু । আমার লাম্বা চুলে, ফুলের মালা     গলায় নকল সোনার হার, আমার শুধু এই সম্বল     আমার পেটে পরিবার। ভিজে যাওয়া খাটে নকল         রক্তের দাগে, তোমার কাছে আমার করা মিথ্যা     আবদার আনুরাগে। শেষ রাতে চলে যাবার আগে     ভাঁজ করে দেওয়া নোট, খুশি ফুটে ওঠে তোমার আদর করা ঠোঁট । পেটের দায়ে নীচে নেমে, নিজের ‘নীচ’ বেচে, প্রার্থনা করি যাতে তুই     যাস যেন বেঁচে ।

কেউ হয়তো

ভাঙ্গা মন জোড়া দিতে এসে যায় তোমার ভালবাসা ক্ষত বিক্ষত শরীরকে সারাতে কি দেবে তুমি তুমি কি দিতে পারবে তোমার ভালবাসার উত্তাপ পারবে কি দিতে তপ্ত সূর্যের শান্ত কিরণের আলো পারবে কি টেনে নিতে কাছে ভুলে যত ব্যাথা বেদনা কখন ও কি ভেবে দেখেছ কি করে কাটবে আমার জীবন কি ভাবে কান্নার জল মুছবো, মুছবো ভালবাসা ধুয়ে যাবার আগে না। ভেবে দেখনি কারণ তুমি তো আমাকে ভালবাসো না।। দিতে পারনি এখনও মন আমার কাছে হারিয়ে যেতে পারনি এখনও দিগন্ত বিসৃত প্রেমের পথে পারনি আটকে যেতে আমার ভালবাসার মায়াবন্ধনের মধ্যস্থলে শূন্য আয়নায় শুধু দেখে গেছি নিজের প্রতিচ্ছবি ভেবে দেখিনি তোমার মুখ ছাড়া অন্য মুখ ফুটে উঠতে পারে, প্রেমের আয়নায়। কেউ এসে দাড়াতে পারে তোমার প্রেমের উঠানে কেউ তো ভালবাসতে পারে, তোমায় সত্যিকারের ভালো কেউ তো পারে বাসতে ভালো অন্ততঃ আমার মন তো তাই বলে ।। অন্ততঃ আমার মন তো ভালবাসতে পারে ।।।।

নতুন শতাব্দী

ঘৃনায় ভরা বদ্ধ দ্বারে যখন করাঘাত করে যায় ভালবাসা মুখ ফিরিয়ে নেয় দেখে সেই শান্ত চোখকে যখন পরে নেয় লজ্জার কালো চশমা ।। বুক ভরা ভালবাসা যখন ধুলায় ঢেকে যায় তখন সেই তপ্ত বালুকারাশির মধ্যে থেকে     ধনিত হয় ঘৃনা মিস্রিত হাহাকার গলা মিলিয়ে বেসুরো সুরে যখন চলে যাও পাশ থেকে দূরে।। যখন দিগন্তের নিল রঙ ধেকে যায়     অপরাধ বোধের কালো কুয়াশায় তখন থেকে জন্ম হয় এক নতুন শতাব্দীর যাতে নেই কারো প্রেমের অঙ্গিকার নেই ভালবাসা খুজে পাওয়ার আনন্দ নেই আপনজনকে বুকে জড়িয়ে খুশির জল ফেলা ।। এই কালো নিস্তব্দ শতাব্দীতে আছে শুধু     স্বপ্ন ভাঙ্গার দুঃস্বপ্ন ।। আছে প্রিয় জনের থেকে আলাদা হবার বেদনা আছে তোমার চলে যাবার যন্ত্রনা আছে নিষ্ঠুর ভাবে প্রেমের লাঞ্ছনা     ভালবাসার আন্মহত্যা আর সত্যিকারের প্রেমিকদের     আমরণ ঘৃনার কারাগারে অবরুদ্ধ থাকার যন্ত্রনা ।। সত্যি কি তাই নাকি এ সবই কল্পনা আমার এসব আমার ব্যথিত হৃদয়ের করুণ আর্তি ।। ভেঙ্গে ফেলে মন যায় আপনজন শান্তনা দেয় হেরে যাওয়া ভালবাসা ।। যখন দিয়েছিলে দূরে সরিয়ে একবার উচিত ছিল …… পিছন ফিরে দেখা ।। একবার উচিত ছিল ডেকে নেওয়া নিজের কাছে একবার বলা উচি

Sei Cheleta

Tumi ki ekbarer jonno cheye dekhechile cheletar dike.. tarie dile bhadrota jane na bole... Se esechilo bhul swikar korbe bole.. esechilo khoma chaibe bole.. korte dile na,,, sorie dile.. Je bhalo hote chesta korlo take tumi thele dile grahro onndhokar bhobiswater dike.. Je nijer bhul muchu dite esechilo take tumi obhodro osobhyo bole sorie dile..tomar jiboner cholar poth mosrin korte..kastohin korte ... anondopurno korte.... Cheletar ki hae bhebe dekhecho..??? tar bhul swikar korte deoya uchit chilo... aar tar bhul to chilo samannyo ja sabar e hoe thake... Bhalobese phelechilo --- tomar sorir ke noy.. tomar ekanto apon mon ke... Ekabr bolte icche korche tomay... tumi manush cheno na..manush ke prapyo sanman dao na.. Tumi oporadhi bhul manush ke grina korar oporadhe,..... porityag korar oporadhe.... obichar korar oporadhe... Tomar ei eto bhuler majhe tar bhul se to khudro.. nimittyo matro, pray sunyo..!!! Tobu asamir moto kathgoray darabe se......matha pete nebe.. sab a

Phire Paoya

Alo andhari jamat bedheche hridayer charidhare , Tobu protipale ki kore balo mone pare sudhu tare | Grinyo motobarer neshay obiram obhshap , Bole diyo sudhu ke jane amar anschit paap | Sab jano tumi otit amar bartoman bhobishat, Tobu kano tomar mone apoman obhimat  | Alpo samaye eto kichu tumi ki kore dile amay, Ami to badole ghrina, lanchona parini dite tomay | 

Amar kobita... kichu kichu... kore...

bristite bhije gacho tumi.. phirecho ghare saradiner klanti niye.. rukkho roder taape jolecho... nijer ruper jolanjoli diye..... ami tomay dekhlam dur theke daklam o onkbar mone mone... bhablam e ghor o ghor kore asbe darabe ese chup kore ek kone.. ami tomar jonno aj sudhu opekkha kori ar bhanga tape ta te gaan bhori tumi asle ekdin, ei bhabe dakha korte more jete, amay mone porte...... sada salwar, sada phul, laal sudhu chokh duto.... sab kichu sunyo kore, bhore gache mon duto...!!

Kichu moner theke

Amar kobita likhte bhalolage.. tai likhi... Jodi mone hoy ami  kobi tabe ami bole dite pari ami sudhu ekta sadharon manush... Ami sur, taal, chando bujhi na... Amar kichu bhalo laga, kichu bhalobasa, kichu moner majhe lukiye rakha gopon obhigyotta, haytoba kichu gopon kore rakha batha...ke ekotrito kore ami nijer jiboner kichu kotha ba ghotona ke kobita kore likhe rekhechi... Bhabina konodin kauke segulo janbar proyojon habe.. tobu.. nijer kache ei atul oiswarjo lukiye rakhar odhirak ar duswahosh amar nei... tai ami sabar majhe take biliye dite chai..!! Bhalobasa r moto kothin sabdo bangla obidhane ar nei mone hoy... Chotobelay jhor ke kujjhotika bole jantam. kintu se to ase ar chole jay...ei bhalobasa r ostityo kobe theke suru kore kothay giye nijeke mele dhore... bujhte pari ni.. ekhun o obdi...!!! Ami bhalobasi bhalobaste... Ami bhalobasi kobita... Ami jeta likhi seta kobita kina  jani na.. kintu ami bolte pari.. ami likhi... ami nami noi, amar theke onk bhalo lekhe oneke a